Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
১১ শিব মন্দির, অভয়নগর

বাঘুটিয়া, অভয়নগর, যশোর।

অভয়নগর শহর হতে ভৈরব নদী পার হয়ে মটরসাইকেল বা ট্রেকারযোগে বাঘুটিয়া ইউনিয়নে গেলেই প্রাচীন এতিহ্য ১১ শিব মন্দির দেখতে পাওয়া যাবে।

0

নওয়াপাড়া পীরবাড়ী

নওয়াপাড়া পীরবাড়িটি নওয়াপাড়া শহের অবস্থিত।

নওয়াপাড়া বাসস্ট্যান্ড হতে ২০০ গজ দক্ষিণে নওপাড়া পীরবাড়ী দেখা যাবে।

0

নওয়াপাড়া শহর ও ভৈরব নদী

নওয়াপাড়া বাজার, অভয়নগর,যশোর।

ভৈরব নদীর তীরে শিল্প শহর নওয়াপাড়া বাজার অবস্হিত। মেইন রাস্তা হতে ১০০ গজ হেটে গেলেই ভৈরব নদী দেখা যাবে। এই নদী পাশ ঘেষেই গড়ে উঠেছে শিল্পশহর নওয়াপাড়া বাজার।এই নদীতে প্রতিনিয়ত জাহাজ বা কার্গোতে দেশ বিদেশ হতে বিভিন্ন প্রকার মালামাল আনা-নেওয়া করা হয়।

0

পুড়াখালী বাওড়

অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে অবস্তিত।

নওয়াপাড়া বাজার হতে ভৈরব নদীর ফেরি পার হয়ে মটর সাইকেল, অটো রিক্সা, ভ্যান যোগে পুড়াখালী বাওড়ে যাওয়া যায়।

0

প্রেমবাগ বাওড়

​প্রেমবাগ ইউনিয়নে বাওড়টি অবস্থিত।

​অভয়নগর উপজলা হত মটরসাইকেল বা ইজিবাইকযোগে যাতায়াত করা যায়।

​অভয়নগর উপজলা হত মটরসাইকেল বা ইজিবাইকযোগে যাতায়াত করা যায়।

বিল বালিয়াডাঙ্গা; হিদিয়া বিল

​অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে

​​অভয়নগর উপজেলার ভৈরব নদী পার হয়ে মটর সাইকেল বা ইজিবাইক যোগে শুভরাড়া ইউনিয়নে বিল বালিয়াডাঙ্গা বা হিদিয়া বিলে যাওয়া যায়।

ভবদহ

অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে অবস্থিত।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে পাকা রাস্তা দিয়ে পায়রা ইউনিয়ন হয়ে গাড়ী বা মটর সাইকেল যোগে ভবদহ এলাকায়া যাওয়া যায়।

0

রুপ সনাতন ধাম, অভয়নগর

সুন্দলী ইউনিয়নে অবস্তিত

নওয়াপাড়া বাজার হতে মটর সাইকেল বা ট্রেকার যোগে সুন্দলী ইউনিয়নের রামসরা ধামে যাওয়া যায়।

0