সাধারন তথ্যাদিঃ
জেলা : যশোর।
উপজেলা : অভয়নগর।
সীমানা : উত্তর-পূর্বে ভৈরব নদী,দক্ষিন-পশ্চিমে চলিশিয়া ইউনিয়ন,
পূর্বে খুলনা জেলার ফুলতলা উপজেলা এবং পশ্চিমে প্রেমবাগ ইউনিয়ন।
জেলা সদর হতে দুরত্ব : ৩০ কিলোমিটার।
আয়তন : ২৫.১২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : ৮৫৮৫৬ জন (আদমশুমারী-২০১১)
পুরুষ : ৪৩,৪০৫ জন
মহিলা : ৪২,৪৫১ জন
লোক সংখ্যার ঘনত্ব : ৩৩১৪ জন প্রতি বর্গ কিলোমিটারে।
মোট ভোটার সংখ্যা : ৫০,৫০৭ জন (২০১০ সালের তালিকা অনুযায়ী)।
পুরুষ ভোটার সংখ্যা : ২৪,৮১৩ জন।
মহিলা ভোটার সংখ্যা : ২৫,৬৯৪ জন।
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৪৭%
নির্বাচনী এলাকা : যশোর-৬।
মহল্লা : ১৬ (ষোল) টি।
মৌজা : ১৬ (ষোল) টি।
মসজিদ : ১৩০ (একশত ত্রিশ) টি।
মাদ্রাসা : ২২ (বাইশ) টি।
ঈদগাহ : ৬২ (বাষট্টি) টি।
মন্দির : ২০ (বিশ) টি।
গীর্জা : ০৪ (চার) টি।
নদ-নদী : ০১ (এক) টি ভৈরব নদী।
হাটবাজার/সায়রাত মহাল : ৩৪ (চৌত্রিশ) টি।
ব্যাংক শাখা : ১৪ (চৌদ্দ) টি।
পোস্ট অফিস/সাব পোঃঅফিস : ০৫ (পাঁচ) টি।
টেলিফোন এক্সচেঞ্জ : ০১ (এক) টি।
ক্ষুদ্র শিল্প : ০৭ (সাত) টি।
মাঝারী : ০৫ (পাঁচ) টি।
বৃহৎ শিল্প : ২৬ (ছাবিবশ) টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস