Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

অভয়নগর উপজেলা যশোর জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। যশোর শহর থেকে মাত্র ৩০ কিঃমিঃ দূরে এর অবস্থান। এখানে অনেক গুণী লোক বসবাস করেন। খুলনা-যশোর হাইওয়ে ও ভৈরব নদী এ উপজেলাকে দ্বি-খন্ডিত করেছে। এখানে অনেক মিল কলকারখানা রয়েছে। একটি নদী বন্দরও এখানে অবস্থিত। নওয়াপাড়া নদী বন্দর ও নওয়াপাড়া বাজার দীর্ঘ দিন থেকে জনমানুষের নিকট পরিচিত স্থান। এ উপজেলার তিনটি ইউনিয়ন ভবদহ সমস্যায় জর্জরিত। বছরের বেশিরভাগ সময়ই এই তিন ইউনিয়ন পানির নিচে অবস্থান করে। বেশরিভাগ মানুষের জীবন জীবিকা মৎস্য নির্ভর। অনেক মিল কলকারখানা ও শিল্পাঞ্চল হওয়া স্বত্ত্বেও এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্যের সর্বোচ্চ ব্যবহার; স্বচ্ছতা; জবাবদীহিতা ও শুদ্ধাচার কৌশলের ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকরি সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে অভয়নগর উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিনত হতে উপজেলা পরিষদের সকল বিভাগ; জনপ্রতিনিধি; সুশীল সমাজ; সাধারণ জনগনের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাস ও মাদকমুক্ত, সামাজিক প্রতিবন্ধকতামুক্ত উন্নয়নমুখী আলোকিত অভয়নগর গড়াই আমাদের সকলের লক্ষ্য।

 

কে. এম. আবু নওশাদ

উপজেলা নির্বাহী অফিসার

অভয়নগর, যশোর।