Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

 

অভয়নগর উপজেলার নওয়াপাড়া দেশের অন্যতম একটি ব্যবসা কেন্দ্র। এখানে প্রধান প্রধান ব্যবসার মধ্যে রয়েছে- সার ব্যবসা, সিমেন্ট, টিন, ইত্যাদি। এখানে ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেমন- আকিজ জুট মিল, জে জে আই জুট মিল , নওয়াপাড়া জুট মিল, বেঙ্গল টেক্সটাইল মিল ইত্যাদী।

অভয়নগর উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার

নওয়াপাড়া বাজার; চেঙ্গুটিয়া বাজার; সুন্দলী বাজার; মাগুরা বাজার; পায়রা বাজার; রাজঘাট  বাজার; ভবদাহ মৎস বাজার; বাঘুটিয়া বাজার; দিঘিরপাড় বাজার; নাউলি বাজার ইত্যাদী।

এই সকল বাজারে কাঁচা মাল, সবজী, মাছসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।