অভয়নগর হতে যশোর পৌঁছাতে (বাসযোগে - ভাড়া 40-50)
ছাড়ার স্থান |
বাসের নাম |
ছাড়ার সময় |
পৌঁছানো সময় |
অভয়নগরের নওয়াপাড়া বাসস্টান্ড |
১। গড়াই সার্ভিস ২। রুপসা সার্ভিস ৩। মধুমতি সার্ভিস ৪। বিভিন্ন লোকাল সার্ভিস বাস |
৩০ মিনিট পরপর |
গাড়ী ছাড়ার সময় হতে
|
এছাড়া নওয়াপাড়া ট্রেন স্টেশন রয়েছে। ঢাকা হতে খুলনা সরাসরি ট্রেন সার্ভিস রয়েছে এবং বিভিন্ন লোকাল ট্রেন সার্ভিস ও রয়েছে । অভয়নগর উপজেলা পরিষদ হতে নওয়াপড়া ট্রেন স্টেশনের দুরত্ব ১ কি: মি: প্রায়। নওয়াপড়া বাজার একটি শিল্প নগরী হিসাবে পরিচিতি। নওয়াপাড়া বাজার টি ভৈরব নদীর তীরে অবস্থিত বিধায় এখানে খুলনা হতে সরাসরি নদীপথে লঞ্চ, কার্গো, স্পিডবোড, টলার নৌকা প্রভৃতি নৌযান চলাচল করে। নদীপথে ব্যবসার প্রায় অধিকাংশ মালামাল পরিবহন হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস