অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে অবস্থিত।
নওয়াপাড়া থেকে পাকা রাস্তা দিয়ে পায়রা ইউনিয়ন হয়ে গাড়ী বা মটর সাইকেল যোগে ভবদহ এলাকায়া যাওয়া যায়।
0
ভবদহ একটি চমৎকার দর্মনীয় স্থান। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ রয়েছে। নদীর দুই পাশে ও সারিবদ্ধ গাছ রয়েছে যা এলাকাকে আকর্ষনীয় করেছে। নদীর মঝখানে একটি দ্বীপ রয়েছে। এখানে ভবদহ কলেজ রয়েছে। কলেজের দৃশ্য মনমুগ্থকর। মৎস অবতরন কেন্দ্র রয়েছে সেখানে প্রচুর মাছ বিক্রি হয়। ভবদহ নদীতে পানি নিয়ন্ত্রনের জন্য স্লুইচ গেইট রযেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS