Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিল বালিয়াডাঙ্গা
Location

​অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে

Transportation

​​অভয়নগর উপজেলার ভৈরব নদী পার হয়ে মটর সাইকেল বা ইজিবাইক যোগে শুভরাড়া ইউনিয়নে বিল বালিয়াডাঙ্গা বা হিদিয়া বিলে যাওয়া যায়।

Details

বিল বালিয়াডাঙ্গা:

​অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে ১২৫ হেঃ আয়তনে অবস্থিত বিল বালিয়াডাঙ্গা। বর্ষাকালে বিলটি প্লাবিত হয়ে প্রায় ৩০০হেঃ জলাশয়ে পরিনত হয়। বিলের  মধ্যে দুইটি বড় খাল আছেঃ (১) লেবুগাতি খাল (২) বালিয়াডাঙ্গা খাল। খাল দুইটি সরকারি খাস জলাশয়। লেবুগাতি খালের আয়তন ১১.৮৪ হেঃ এবং বিল বালিয়াডাঙ্গা খালের আয়তন ৮.৮২ হেঃ। বর্ষাকালে খাল দুটিতে প্র্রায় ১০ ফুট পানি থাকে এবং শুষ্ক মৌসুমে গড়ে ৫ ফুট পানি থাকে। খাল দুটি প্রায় ২০০ ফুট চওড়া।  বিল বালিয়াডাঙ্গায় প্রাকৃতিক দেশীয় প্রজাতীর মাছ পাওয়া যায়। শীতকালে দেশী-বিদেশী অতিথি পাখির সমাগম ঘটে।

হিদিয়া বিল:

​অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে হিদিয়া বিল অবস্থিত। যার আয়তন প্রায় ৬৫ হেঃ যা বর্ষাকালে প্লাবিত হয়ে ১০৫ হেঃ জলমহাল এ  পরিণত হয়। হিদিয়া বিলের মধ্য দিয়ে হিদিয়া খাল প্রবাহিত হয়েছে। খালটি সরকারি খাল এবং এর আয়তন ৫.০৬ হেঃ। বর্ষাকালে খালটিতে প্রায় ১১-১২ ফুট পানির  গভীরতা থাকে  এবং শুষ্ক মৌসুমে ৪-৬ ফুট পানি থাকে। হিদিয়া খালে প্রাকৃতিক দেশীয় প্রজাতীর মাছ পাওয়া যায়। শীতকালে দেশী-বিদেশী অতিথি পাখির সমাগম ঘটে।