Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাট-বাজার ইজারা প্রদান
বিস্তারিত

সেবার নাম

সেবা প্রদানে সবের্বাচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদান পদ্ধতি

হাট-বাজার ইজারা প্রদান

প্রতি বছরের ১লা বৈশাখের আনুমানিক ২ (দুই) মাস পূর্বে  কার্যক্রম গ্রহণ করা হয়।

প্রায় ৬০ দিন

১) দরপত্র আবেদন

২) জাতীয় পরিচয়পত্র

৩) ব্যাংক ড্রাফট

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ সহকারী কমিশনার (ভূমি) /জেলা প্রশাসকের কার্যালয়

বাজারের ইজারামূল্য অনুযায়ী সিডিউলের মূল্য নির্ধারণ (বিগত ৩ (তিন) বছরের গড় ইজারা মূল্যের ১০% বর্ধিত মূল্যসহ) এবং সে অনুযায়ী ভ্যাট আয়করসহ ইজারা মূল্য প্রদান

ইজারাযোগ্য হাট-বাজারের তালিকা প্রস্তুত করে হাট-বাজার নীতিমালা অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারাদান। সফল দরদাতা ৭ দিনের মধ্যে ইজারামূল্যের অবশিষ্ট অর্থ, নির্ধারিত ভ্যাট ও আয়কর পরিশোধ করে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে আনুষ্ঠানিকভাবে বাজারের দখল বুঝে নেন। । (ইজারামূল্য ১ লক্ষ পর্যন্ত- ৫০০ টাকা; • ইজারামূল্য ১ লক্ষ টাকার ঊর্ধ্ব থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত- ১০০০ টাকা; • ইজারামূল্য ২ লক্ষ টাকার ঊর্ধ্বে প্রতি লক্ষ বা তার ভগ্নাংশ টাকার জন্য ১০০০ টাকার সাথে অতিরিক্ত ২০০ টাকা। • ইজারামূল্যের ২৫% দরপত্রের সাথে দাখিল • জামানত বাবদ ইজারামূল্যের ৫% জমাদান • ইজারাপ্রাপ্ত হলে ইজারামূল্যের অবশিষ্ট ৭৫% জমাদান • ভ্যাট বাবদ ১৫% এবং আয়কর বাবদ ৫% জমাদান)