Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেরি-ফেরীভূক্ত হাট বাজার এর চান্দিনা ভিটি বন্দোবস্ত:
বিস্তারিত

সেবার নাম

সেবা প্রদানে সবের্বাচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদান পদ্ধতি

পেরি-ফেরীভূক্ত হাট বাজার এর চান্দিনা ভিটি বন্দোবস্ত

৪০-৪৫ দিন

১) আবেদনপত্র

২) ২০ টাকার কোর্ট ফি

৩) জাতীয় পরিচয়পত্র

৪) ছবি (পাসপোর্ট)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ সহকারী কমিশনার (ভূমি) /জেলা প্রশাসকের কার্যালয়

প্রতি বর্গমিটারের জন্য সিটি করপোরেশন এলাকা ৫০০ টাকা, পৌর এলাকায় ১২৫ টাকা এবং জেলা সদর ব্যতীত ১০০ টাকা এবং উপজেলা সদর ৫০ টাকা এবং অন্যান্য ২০ টাকা।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরজমিনে তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রতিবেদন দাখিল করেন। কানুনগোর মতামতসহ সহকারী কমিশনার (ভূমি) মতামতসহ প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রাপ্ত প্রস্তাব পরীক্ষান্তে মতামতসহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর প্রেরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাচাই করে জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক অনুমোদন করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করেন। অতঃপর নির্ধারিত হারে লিজমানি আদায়পূর্বক সরজমিনে লিজগ্রহীতাকে জমি বুঝিয়ে দেওয়া হয়।