Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জলমহাল ইজারা প্রদান (২০ একরের নীচে বদ্ধ জলমহাল):
বিস্তারিত

সেবার নাম

সেবা প্রদানে সবের্বাচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদান পদ্ধতি

জলমহাল  ইজারা প্রদান

(২০ একরের নীচে বদ্ধ জলমহাল)

প্রতি বছরের ১লা বৈশাখের আনুমানিক ২ (দুই) মাস পূর্বে  কার্যক্রম গ্রহণ করা হয়।

প্রায় ৬০ দিন

১) দরপত্র আবেদন

২) জাতীয় পরিচয়পত্র

৩) নাগরিকত্ব সনদ

৪. মৎস্যজীবী সমবায় সমিতির রেজিস্ট্রেশন

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ সহকারী কমিশনার (ভূমি) /জেলা প্রশাসকের কার্যালয়

১) প্রতিটি সিডিউল ক্রয়ের জন্য নির্ধারিত কোডে ৫০০ টাকা চালানমূলে জমা প্রদান

২) ইজারা মূল্য প্রদান

৩) আয়কর প্রদান

৪) ভ্যাট প্রদান

৫) জামানত প্রদান

বাংলা সনের ১ মাঘ হতে ইজারা প্রদানের উদ্দেশ্যে ইজারাযোগ্য জলমহালের তালিকা তৈরি করে সরকারি নীতিমালা মোতাবেক সরকারি মূল্য নির্ধারণপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ নির্ধারিত তারিখে মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ন করে যোগ্য ইজারাদারগণকে পত্র দেওয়া হয়। মূল্য পরিশোধ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হলে ইজারাদারকে জলমহাল বুঝিয়ে দেওয়া হয়। ইজারাদার মূল্য পরিশোধ না করলে পুনঃইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যক্রম চলতে থাকে। ইজারা প্রদান সম্ভব না হলে খাস আদায় কার্যক্রম অব্যাহত রাখা হয়।