Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন/ ইজারা পরিবর্তন:
বিস্তারিত

সেবার নাম

সেবা প্রদানে সবের্বাচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদান পদ্ধতি

অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন/  ইজারা পরিবর্তন

সহকারী কমিশনার (ভূমি) হতে প্রস্তাব প্রাপ্তির পর ৩ (তিন) দিনের মধ্যে।

সর্বোচ্চ ১৫ দিন।

১) আবেদনপত্র

২) ২০ টাকার কোর্ট ফি

৩) জাতীয় পরিচয়পত্র

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ সহকারী কমিশনার (ভূমি) /জেলা প্রশাসকের কার্যালয়

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ক’ তালিকাভূক্ত অর্পিত সম্পত্তির ক্ষেত্রে :

উপজেলার ক্ষেত্রে একর প্রতি কৃষি জমি: ৫০০ টাকা; অকৃষি জমি : ২০০০ টাকা; শিল্প/ বানিজ্যিক : ৩০০০/-।

প্রতি বর্গফুট আবাসিক ঘর মেঝে কাঁচা ১/- টাকা; আঁধা-পাঁকা টিনের দেয়াল/ছাদ ১.৫০ টাকা;

পাঁকা ঘর ৩.৫০ টাকা।

সহকারী কমিশনার(ভূমি) আবেদন প্রাপ্তির পর (প্রযোজ্য ক্ষেত্রে সরেজমিন তদন্তপূর্বক) প্রস্তাব তৈরি করে এবং তা অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরীক্ষান্তে তা অনুমোদন এবং উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়ে থাকে। লিজমানি পরিশোধের জন্য লিজ গ্রহীতাকে পত্র দেয়া হয়। অতঃপর ধার্যকৃত লিজমানি আদায় এবং নথি সংরক্ষণ করা হয়। 

 

(পৌরসভার ক্ষেত্রে একর প্রতি কৃষি জমি ১০০০ টাকা; অকৃষি জমি ৪০০০ টাকা; শিল্প/ বানিজ্যিক : ৫000/- টাকা। প্রতি বর্গফুট আবাসিক ঘর মেঝে কাঁচা ৩/-টাকা; আঁধা-পাঁকা টিনের দেয়াল/ছাদ ৪ টাকা; পাঁকা ঘর ৬ টাকা। বানিজ্যিক উদ্যেশ্যে টিনের কাঁচা ঘর ৮ টাকা;

আঁধা-পাঁকা/ পাঁকা ঘর ১২/- টাকা।)