সেবার নাম |
সেবা প্রদানে সবের্বাচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
আবেদন ফরম প্রাপ্তি স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
সেবা প্রদান পদ্ধতি |
কৃষি খাস জমি বন্দোবস্ত |
সহকারী কমিশনার (ভূমি) হতে প্রস্তাব প্রাপ্তির পর ৩ (তিন) দিনের মধ্যে। সর্বমোট: ৬০-৯০ দিন |
১) আবেদনকারীর স্বামী ও স্ত্রী বা সক্ষম পুত্রসহ মায়ের আবেদনপত্র ২) ২০ টাকার কোর্ট ফি ৩) ভূমিহীন সার্টিফিকেট ৪) পরিবারের সকল সদস্যদের 3R ছবি ৫) জাতীয় পরিচয় পত্র |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ সহকারী কমিশনার (ভূমি) /জেলা প্রশাসকের কার্যালয়/ প্রযোজ্য ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়। |
কৃষি জমির ক্ষেত্রে সেলামী মূল্য ১ টাকা ও কবুলিয়তনামা রেজি: ফি বাবদ ২৪০/- টাকা |
উপজেলা ভূমি অফিস হতে প্রস্তাব প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাবটি যাচাই বাছাই করে প্রযোজ্য ক্ষেত্রে সরজমিন যাচাই করে সুপারিশ সহকারে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে অনুমোদনের নিমিত্ত অগ্রবর্তী করবেন। জেলা প্রশাসক কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর কবুলিয়ত সম্পাদন এবং সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন ও ভূমিহীনদের দখল বুঝিয়ে দেওয়া হয়। অতঃপর নামজারি ও জমাভাগকরণ এবং রেকর্ড সংশোধন করা হয়। |